যত্রতত্র চবির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

চবি প্রতিনিধি | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোগো যত্রতত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে ভিত্তিহীন সংবাদ ও বিশ্ববিদ্যালয় নিয়ে অপপ্রচারমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানাবিধ ভিত্তিহীন তথ্য, সংবাদ ও অপপ্রচার করে যাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আদৌ সম্পর্কিত নয়। বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে এ ধরণের সংবাদ বা তথ্যাদি প্রচার আইনত দণ্ডনীয় এবং চবি বিধি মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এতদসংশ্লিষ্ট বিষয়সমূহের সাথে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠানসমূহকে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে এবং ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য যে কোন মাধ্যমে প্রচারিত তথ্য-সংবাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএমএন্ডএমের ফ্যাশন এক্সপো নারীদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধারা ইতিহাসের অংশ হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবে