ফুল গাছ তো চাই একটু যত্ন, একটু পানি আর একটু ভালোবাসা। তাহলেই সে প্রচুর ফুল দিয়ে গাছকে ভরিয়ে দেয়। সুরভি ও সুবাস ছড়িয়ে সবার মনকে ভরিয়ে তোলে। মুগ্ধতায় আকৃষ্ট করে রাখে সবার দৃষ্টিকে। মানুষও চাই পরিবারের, প্রিয়জনের একটু যত্ন, ভালোবাসা ও সুন্দর সম্মান দিয়ে কথা বলা। তাহলে সংসারও হয়ে উঠে সুখের, শান্তির আর ভালো থাকার স্বর্গপুরী। কিন্তু যত্ন কয়জনে করে? বা কয়জন সময় দিয়ে খেয়াল রাখে? অবহেলায় যেমন আগাছায় ভরে যায় ফুল গাছের গোড়া, তখন ফুল ফল কিছুই পাওয়া যায় না। তেমনি অযত্নে সংসারেও ঢুকে যায় অশান্তি ও কষ্ট। তাই সময় দিন, যত্নে রাখুন, ভালোবাসা দিন সুন্দর জীবন উপভোগ করার জন্য।
কাজের উছিলায় এখন মানুষ বহির্মুখী। প্রিয়জনদের ছেড়ে বাইরের মানুষদের বেশি প্রাধান্য দেয় । কিন্তু খেয়াল করে দেখুন এই বাইরের মানুষগুলো আপনার বিপদে পাশে থাকে না, বিপদ দেখলেই তারা পালিয়ে যায়।সেই আপনাকে আপনার পরিবারের মানুষগুলোই সাহায্য, সহযোগিতা করে বিপদ থেকে রক্ষা করে।
উপরে সকলে বেশ সুন্দর, পরিপাটি কিন্তু ভেতরে ভেতরে অনেকে জীর্ণ, ক্ষয়ে যাওয়া মানুষ। উপরের এই পরিপাটি দেখে কেও বুঝে না তিনি কতবার মৃত্যু বরণ করেন নিজের ভেতরে ভেতরে। এটা কি আসলে জীবন? জীবন হোক ভেতরে বাইরে সজীব, সুন্দর ও আনন্দময়। যেখানে দুই রকমের ধারা প্রবাহিত হবে না। একিই রকম ভালোবাসা ও সৌন্দর্যে আচ্ছাদিত হবে ভেতর ও বাহির।
যত্নে রাখুন, পাশে থাকুন, ভালোবাসা দিন,ভালোথাকুন সর্বক্ষণ। পরিবার হলো একটি গাছের অনেকগুলো শাখার মতন। গাছের গোড়া যেমন পরিপুষ্ট থাকলে, পানি পেলে, যত্ন পেলে সব শাখায় ফুলে ফলে ভরে উঠে। তেমনি সংসারেও বন্ধন অটুট থাকলে ভালোবাসায়, যত্নে, ব্যবহারে ও সম্মানে তাহলে সংসারও সুখ সমৃদ্ধিতেও ভরে উঠে। তখন সকলের জীবন আনন্দময় হয়ে যায়।











