জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে লায়ন্স জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের উদ্যোগে উদযাপিত হয়েছে বিশ্ব লায়ন্স সেবা দিবস। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে কেক কাটা, লায়নিজমের বর্ণিল ইতিহাস তুলে ধরে ভিডিও প্রেজেন্টেশান, নাচ, গান–আবৃত্তি এবং স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব লায়ন্স সেবা দিবস আয়োজন কমিটির চেয়ারম্যান লায়ন ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, সদ্যপ্রাক্তন জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জমান লিটন। অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স এবং মরহুম লায়ন এম আর সিদ্দিকীকে। যিনি বাংলাদেশে লায়নিজমের ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমগ্র দেশে লায়নিজম সেবার হাত প্রসারিত করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক বলেন, লায়ন্স ক্লাব পৃথিবীর সর্ববৃহৎ সেবা সংগঠন হিসাবে আজ বিশ্বের ২০৬টি দেশে মানুষের জন্য কাজ করছে। চৌদ্দ লক্ষাধিক লায়ন সদস্য অসংখ্য ক্লাবের মাধ্যমে সমাজের কম সৌভাগ্যবান মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের মাল্টিপল জেলা ৩১৫ এর মধ্যে অন্যতম আমাদের জেলা ৩১৫ বি৪ ১০০টি লায়ন্স ও ৪০টি লিও ক্লাবের মাধ্যমে সেবাপ্রত্যাশী মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জেলা গভর্নরের কল ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ বা ‘যত্নের ছায়া ছড়ায় মায়া’ প্রতিপাদ্যকে উপজীব্য করে সুবিধাবঞ্চিত মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে কাজ করছে। লায়নিজমের মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে সেবার জগতকে বিস্তৃত করে চলেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল বলেন, ১৯১৭ সালের ৭ জুন আমেরিকার শিকাগো শহরের বীমা কর্মকর্তা স্যার মেলভীন জোন্সের নেতৃত্বে অরাজনৈতিক ও অসামপ্রদায়িক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জন্ম হয়। একই বছরের ৮ অক্টোবর লায়নিজমের উদ্দেশ্যাবলী, নীতিমালা ঘোষণার মাধ্যমে ২২টি ক্লাবের সমন্বয়ে প্রথম আন্তর্জাতিক লায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল শিকাগো শহরের লাসিলি হোটেলে। সেই সম্মেলনের পরবর্তীতে ৮ অক্টোবর সারা বিশ্বের লায়ন্স সেবা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে।
লায়ন লুবনা হুমায়ুনের সঞ্চালনায় প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে আলোচনায় অংশ নেন, লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন নাসিরুদ্দিন চৌধুরী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন কবির উদ্দিন ভুঁইয়া, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন নাজমুল হক, লায়ন শাহ আলম বাবুল, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম।
অনুষ্ঠানে আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারি শোভন বড়ুয়া, ট্রেজারার আসিফ উদ্দিন ভুঁইয়া, রইস আহমেদ, এএইচ এম কফিল উদ্দিন, এস কে বসাক, শওকতুল ইসলাম, খোরশেদ আলম, রূপম কুমার দাশ, একেএমএ মুকিত, ফজলুর রহমান মজুমদার, আরফান উদ্দিন খালেদ, দেলাওয়ার হোসেন দুলাল, নুরুল আলম, অনিমেষ রায় চৌধুরী, অ্যাডভোকেট সরওয়ার হোসেন লাভলু, নাজমুল হুদা, কাশেম শাহ, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চৌধুরী, শুক্কুর চৌধুরী, রুবেল কান্তি বড়ুয়া, আকলিমা আক্তার আঁখি, ছোটন রায়, এবিএম রাশেদ চৌধুরী, জুনায়েত রহমান রিফাত ও হাসনাতুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।