যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কাজ করবো

গণসংবর্ধনায় প্রতিমন্ত্রী নজরুল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ মার্চ, ২০২৪ at ৭:৫১ পূর্বাহ্ণ

সরকারের মন্ত্রিসভায় সদ্য নিযুক্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, চট্টগ্রাম১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর চট্টগ্রাম আগমন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা গতকাল বুধবার পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনার জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে প্রধানমন্ত্রীর বিশ্বাসের মর্যাদা রাখবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞা জানাইআমার ওপর আস্থা রেখে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি আমার সারা জীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দলের জন্য কাজ করেছি। নেত্রী (আওয়ামীলীগ সভাপতি) আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেনআমি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি।

প্রধানমন্ত্রীর গতিশীল দক্ষ নেতৃত্বের কারণে দেশের কর্মসংস্থান, শ্রমবাজার, শ্রমজীবীদের জীবনমান উন্নয়ন হয়েছে। এই মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য কমানোর লক্ষ্যে কাজ করবো। তিনি দক্ষিণ জেলা, উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপজেলা থেকে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, যতদিন বেঁচে থাকবো দলের জন্য এবং দলের নেতাকর্মীসহ এলাকার মানুষের জন্য কাজ করবো। সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, অ্যাড. জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, খোরশেদ আলম, আ ম ম টিপু সুলতান চৌধুরী, হায়দার আলী রনি, গোলাম ফারুক ডলার, আবদুর রহিম, বিজয় কুমার বড়ুয়া, আবদুল কাদের সুজন, জসীম উদ্দিন, আবুল কালাম আজাদ, মাস্টার ফরিদুল আলম, আবু সৈয়দ, শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আবু আহমদ জুনু প্রমুখ, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম রাজা, চন্দনাইশ পৌরসভা মেয়র মাহবুবুল আলম খোকা, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাজনীতিতে পদপদবী বড় বিষয় নয়, রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করা। সরকার পরিচালনার জন্য চট্টগ্রামের মানুষের মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী চট্টগ্রামের ৪ জনকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, যা আস্থার অনন্য উদাহরণ।

পূর্ববর্তী নিবন্ধহলদিয়া রাবার বাগানে রহস্যজনক আগুন
পরবর্তী নিবন্ধআমেরিকায় আবারো ট্রাম্প-বাইডেন লড়াই