যতটি ভোট পেয়েছি ততোটি গাছ লাগাবো

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

যে পরিমাণ ভোট পেয়েছি সে পরিমাণ বৃক্ষরোপণ করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করব। এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন মহেশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক আয়োজিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে শপথ গ্রহণ শেষে উপস্থিত নিজ উপজেলার শুভাকাঙ্ক্ষী, কর্মী সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন।

মো. জয়নাল আবেদীন বলেন, আগামী ৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। আমার মহেশখালী উপজেলা একটি দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা। মহেশখালীর মানুষ আমাকে যে পরিমাণ ভোট দিয়েছেন, আমি সেই পরিমাণ গাছের চারা রোপণ করে মহেশখালীর পরিবেশ রক্ষায় কাজ শুরু করব। এছাড়াও আমি মহেশখালীর বনজ সম্পদ রক্ষা, ম্যানগ্রোভ ফরেস্ট নিধন প্রতিরোধ ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করব। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করতে সহকলের সহযোগিতা চাই।

উল্লেখ্য, গত ৮ মে মহেশখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ জয়নাল আবেদীন দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি ৩৮ হাজার ১২৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিব উল্লাহ ফেইজ টুপি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৮৫৯ ভোট।

পূর্ববর্তী নিবন্ধজবি কর্মচারীদের ক্যাম্পাসের আবাসস্থল ছাড়ার নির্দেশ, অসন্তোষ
পরবর্তী নিবন্ধনাজিরহাট আহমদিয়া মাদ্রাসায় সুধী সমাবেশ