রাউজানের বাগোয়ান ইউনিয়নে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, এ দেশের মানুষকে দাসত্বের জিঞ্জির পড়িয়ে অনেক লুটপাট করেছেন, এখন কড়ায় গন্ডায় হিসেব দিতে হবে। যতই ষড়যন্ত্র করুন আর সেই সুযোগ পাবেন না। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনমত সৃষ্টির আহ্বান জানান।
বাগোয়ান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বশর। উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা ফিরোজ আহমেদ, হাজি জসিম উদ্দিন, হাবিবুল্লাহ মাস্টার, হাকিম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মফিজ উদ্দিন, এডভোকেট তাজুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ সাজ্জাদ, ছাত্রদল নেতা ছোটন আজম, মোহাম্মদ ইসহাক, হানিফ মেম্বার, মোহাম্মদ হাশেম, মোজাহের আলম, মাসুদ আলম, ইসতিয়াক চৌধুরী অভি, একরাম মিয়া, সেলিম উদ্দিন, শফিকুল আজম মানিক প্রমুখ।