বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার নাসিরাবাদ কার্যালয়ে অনুষ্ঠান মালায় সভাপতিত্ব করেন সাংবাদিক ওসমান গণি মনসুর। স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা শাওন পান্থ। আলোচনায় অংশ নেন ইজাবুর রহমান ও রাখি দে।
সংগীত একাডেমির শিশু শিল্পীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন শাওন পান্থ ও আফসানা আলম। একক সংগীত পরিবেশন করেন শিল্পী সুবর্না রহমান, শিল্পী শীলা চৌধুরী, শিল্পী মনোয়ার হোসেন, নুজারা ইসলাম, দিয়ানা আনান প্রমুখ। হুমায়ূন আহমেদ রচিত মধ্যান্য গ্রন্থ থেকে রবীন্দ্রনাথের অন্তিম শয্যার অংশবিশেষ পাঠ করেন নুজারা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শাওন পান্থ। অনুষ্ঠানের সভাপতি ওসমান গনি মনসুর বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক বিস্ময়। বাঙালিরা যাকিছু নিয়ে গর্ব করতে পারে তার মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা গর্বিত আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন। তাঁর কবিতা, তাঁর গান, তাঁর উপন্যাস তাঁর সাহিত্যকর্ম আমাদের অনেক সংকটে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। উল্লেখ্য,ত্রিতরঙ্গ প্রতিবছর এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।