যখনই বাংলাদেশের মানুষের তিস্তার পানির ন্যায্য হিস্যার কথা আসে তখনই সেই আলোচনা পিছিয়ে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই পাকার মাথায় তিস্তা বাঁচানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির শেষ দিনে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।
আমীর খসরু বলেন, আমরা দেখেছি, যখনই তিস্তার পানির দাবি আসে তখনই পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ ফেনী নদীতে সাতটি চুক্তি হয়েছে। সেখানে ভারতের লাভ হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেখানে পানি পাওয়ার কথা সেখানে পিছিয়ে দিয়ে মরুভূমি করা হয়েছে। তিস্তা নদীকে ঘিরেই মানুষের জীবন ও বাঁচার সংগ্রাম। সেখানকার জীববৈচিত্র্য ও সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে।
ভারতকে অবশ্যই বাংলাদেশের মানুষের তিস্তার ন্যায্য হিস্যার দাবি পূরণ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, আজকের এই দাবি আমাদের প্রাণের দাবি। যখন একাধিক দেশের মধ্যে এই ধরনের নদী থাকে, সেগুলো পরিচালনার জন্য সব দেশের সমন্বিত ব্যবস্থাপনা থাকে; যৌথভাবে তারা সেগুলো পরিচালনা করে। এখানে আজকের সেই ব্যবস্থাপনা ব্যর্থ হয়েছে। আজকের এই দাবি হচ্ছে সেই ব্যবস্থাপনা ফিরিয়ে আনার। তিস্তা নদীর পানি বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি। এই দাবি পূরণ করতে হবে ভারতকে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। একটি দল বা গোষ্ঠীর বাংলাদেশ নয়। তারেক রহমান তিস্তা বাঁচাও আন্দোলনের যে ডাক দিয়েছেন, এই ডাক বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছে। পানি যতদিন না আসবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।