বাংলাদেশের বাজারে প্রচলিত মুদ্রা পরিচ্ছন্ন রাখতে প্রথমবারের মতো নীতিমালা জারি হল। এর মাধ্যমে অপ্রচলনযোগ্য মুদ্রা বদলের দেওয়ার মতো অপরিচ্ছন্ন মুদ্রাও বাজার থেকে তুলে নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে সমপরিমাণ নতুন মুদ্রা বাজারে সরবরাহ করা হবে। গতকাল সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেওয়া এক নির্দেশনায় ‘বাংলাদেশ ব্যাংকের পরিচ্ছন্ন নোট নীতিমালা’ অনুমোদনের কথা জানান হয়। খবর বিডিনিউজের।
এই নীতির আলোকে বাজারে প্রচলনযোগ্য বা ব্যবহারযোগ্য থাকার পরও অধিক ময়লাযুক্ত, ড্যাম্প, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, লেখা–লেখি ও স্বাক্ষরযুক্ত নোট সরিয়ে নিতে পারবে বাংলাদেশ ব্যাংক।












