ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে দগ্ধ হয়ে বাসের চালকের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান জানিয়েছেন। নিহত জুলহাস মিয়া ওই এলাকার বাসিন্দা।
এদিকে সোমবার গভীর রাত থেকে গতকাল পর্যন্ত ঢাকায় ৪টি বাসে আগুনের দেয়া হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
মায়ের প্রশ্ন, কেন পুড়িয়ে মারল : নিহত চালক জুলহাস মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থার মধ্যে পড়েছে। জুলহাসকে হারিয়ে পাগলপ্রায় তার পরিবারের সদস্যরা। বারবার মূর্ছা যাচ্ছেন মা সাজেদা বেগম। তাদের সান্ত্বনা দিতে এসে কাঁদছেন প্রতিবেশীরাও। সাজেদা বেগম বিলাপ করতে করতে বলছিলেন, আমার ছেলে তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তাহলে কী কারণে তাকে বাসে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো?
জুলহাস (৪০) উপজেলার কৈয়ারচালা গ্রামের মো. সাজু মিয়ার ছেলে। জুলহাস দীর্ঘদিন যাবত বাস চালিয়ে আসছেন। সোমবার দিবাগত রাতে বাসটি ঢাকা থেকে গিয়ে ফুলবাড়িয়ার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পে অবস্থান নেয়। সেখানেই ভোর রাতে মাস্ক পরা তিন যুবক এসে পাম্পে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।
দুপুরে সাংবাদিকরা জুলহাসের বাড়িতে যান। সেখানে আগে থেকেই প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ছিলেন। বাড়িতে কান্নার রোল। এর মধ্যেই জুলহাসের মা সাজেদা বেগম বলছিলেন, আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। তার তিন লাখ টাকা দেনা আছে। সে মাসে ১৫ হাজার টাকার কিস্তি চালায়। ছেলেকে বিয়ে করিয়েছি দেড় বছর আগে। সন্তান হওয়ার আগেই আমার ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে।
জুলহাসের স্ত্রী জাকিয়া আক্তার বলেন, আমার স্বামীকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই।
জুলহাসের বোন ময়না বেগম বলেন, আমার ভাই সেই ছোট থেকে বাস চালায়। সে সপ্তাহে একবার করে বাড়িতে আসত। আবার চলে যেত। ভাই বাসেই থাকত। আমার ছেলেমেয়ে, মা, আমি তার উপার্জনের চলতাম। এখন আমরা কিভাবে চলব, কে আমাদের দেখবে? আমাদের দাবি, সরকার যেন আমাদের পরিবারের দায়িত্ব নেয়। সরকার দায়িত্ব না নিলে আমরা না খেয়ে মারা যাব।
ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান বলেন, সন্ধ্যায় এসআই আব্দুল আলিম অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোরে মাস্ক পরে তিন যুবক এসে বাসটিতে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে সিসিটিভি ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি বলেন, বাসটি রাতে ঢাকা থেকে আসে। ঘটনার সময় বাসটিতে যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা মোছা. শারমিন সুলতানা রুমকি (৪৫) অবস্থান করছিলেন। রাত বেশি হয়ে যাওয়ার কারণে তারা বাড়ি যেতে পারেননি। ভোরে বাড়ি ফেরার আশায় বাসের ভেতরেই অবস্থান করছিলেন। এ সময় মাস্ক পরিহিত তিন যুবক এসে আলম এশিয়া পরিবহনের বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে বাসের গ্লাস ভেঙে বাদশা এবং তার মা রুমকি বেরিয়ে আসেন। এ সময় পড়ে গিয়ে রুমকি মাথায় আঘাত পান। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। চালক জুলহাস ঘুমিয়ে থাকায় বাসের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে সেখানেই মারা যান বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে নাশকতাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের কাজ চলছে।
ঢাকায় ৪ বাসে আগুন : ঢাকার সূত্রাপুরে ফায়ার স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের বাসটিতে আগুন জ্বলে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন। দশ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলার তথ্য দিয়ে তিনি বলেন, এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটিতে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে। এরপর সোমবার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত ঢাকার রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুনের খবর দেয় ফায়ার সার্ভিস।
গভীর রাতে ৩ বাসে আগুন : ঢাকার তিন স্থানে সোমবার গভীর রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। রাত পৌনে ১টা থেকে ৪টার মধ্যে এসব অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান। তিনি গতকাল সকালে বলেন, রাত ১২টা ৪৫ মিনিটে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন এবং ভোর ৪টায় উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল এবং এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ : রাজধানীর ধানমন্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে গতকাল রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।












