ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই দম্পতিসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রিশাল-নান্দাইল সড়কের ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান। নিহতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা এলাকার নিজাম উদ্দিন (৪৫), তার স্ত্রী হোসনা বেগম (৩৫), ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের জাকির হোসেন (৩০), তার স্ত্রী খায়রুন্নেসা (২৬)। অপরজন অটোরিকশা চালক আনারুল ইসলাম (৩৫)। এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যার পর বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন নিজাম উদ্দিন ও তার স্ত্রী। তারা স্থানীয় বাজার থেকে একটি অটোরিকশা নিয়ে ত্রিশালের দিকে যাচ্ছিলেন । পথে বালিপাড়া বাজার থেকে জাকির হোসেন ও তার স্ত্রী উঠেন।
ওই সড়কের ছোটপুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই দম্পতিসহ অটোরিকশার চালকের মৃত্যু হয়।
ওসি মাইন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পুলিশ ট্রাকসহ চালক তোফাজ্জল হোসেনকে আটক করে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।