সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুন বলেছেন, মৎস্য খাত দেশের মানুষের খাদ্য ও পুষ্টির যোগান, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতি সচল রাখা ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্বের ইলিশ আহরণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান ১ম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে ২য়। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে ৫ম। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’– প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি মৎস্যখাতের উন্নয়ন গতিধারাকে আরোও সমৃদ্ধ করার প্রচেষ্টায় ব্যাপক জনসচেতনতা ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধির জন্য জাতীয় মৎস সপ্তাহের ২০২৪ সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী।
গত ৩১ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও কে. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ভাইস চেয়ারম্যান কাজী গোলাম মহিউদ্দিন, শাহীনুর আক্তার বিউটি, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, এস.এম. রেজাউল করিম, ছাদাকাত উল্লাহ মিয়াজী, মনির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, উপ–সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাশেদুজ্জামান, আবদুল্লাহ আল মামুন, মোঃ আওরঙ্গজেব, লিটন দাশ।
পায়রা উড়িয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করার পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি এবং উপজেলা পরিষদ পুকুরে রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে সফল মাছ চাষী হিসেবে মো: আওরঙ্গজেব, সফল মৎস্য পোনা উৎপাদনকারী জাহেদ আলী চৌধুরী এবং মাছ চাষে সফল প্রতিষ্ঠান হিসেবে জেএমআই এগ্রো ফামর্স এন্ড ফিশারিজ এর স্বত্বাধিকারী মোঃ আবদুর রাজ্জাককে মৎস্য পুরস্কার প্রদান করার পরে সুফলভোগীদের মাঝে উপকরণ (মৎস্য খাদ্য) বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।