ম্যাসাজ পার্লারে অসামাজিক কার্যকলাপ, ১৮ তরুণ- তরুণী আটক

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

নগরীর মেহেদীবাগের মুন লাইট ম্যাসাজ পার্লার থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮ তরুণতরুণীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় ন্যাশনাল হাসপাতালের পাশের ওই ম্যাসাজ পার্লারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ম্যাসাজ পার্লারে (সেলুন) অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮ জনকে আমরা নিয়ে এসেছি। যাচাইবাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সম্পৃক্ততা প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকীদের ছেড়ে দেওয়া হবে। যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় জানতে চাইলে ওসি বলেন, যাচাই করা হচ্ছে। পরে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধমুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন আরও এক বছর
পরবর্তী নিবন্ধবায়েজিদে দিনমজুরের সাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২