এমন মশকরার ম্যাশআপে
খটকা লাগে!
এসবই আধামিথ্যে বা কূটনৈতিক কথা
অবিশ্বাস্য সত্য ঘটনা,
মাত্রাছাড়া অভব্যতা।
এও ঠিক দৌড়ে চলা কাঙ্ক্ষাগুলো
গা ঢাকা দিয়েছে।
ফলত, কল্পনার কোনো মজুত নেই।
এখন আঁটঘাঁট বেঁধে সমাপ্তির সময়
নিবন্ধন ভেঙে ফের নিরুদ্দেশ হওয়া।
তবু, আমি কি স্বপ্নগ্রস্ত!
অথবা একপায়ে দাঁড়িয়ে আছি ঠাঁই
বেতাল বৈরাগী।
তবে, প্রেম বিরহের সন্ধিক্ষণে
আমি চেয়েছি ধারাবাহিক তোমাকেই।