ম্যারাডোনার ‘হাত দিয়ে গোলের’ বল ২৫ কোটি টাকায় বিক্রি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ঝলক দেখিয়ে পৃথিবীকে স্তব্ধ করে দেওয়া অনেক গোল আছে দিয়েগো ম্যারাডোনার। তবুও যেন আলাদা ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা তার গোল। পরে যেটি খ্যাতি পেয়েছে ‘হ্যান্ড অব গড’ নামে। এবার কাতার বিশ্বকাপে ম্যারাডোনা নেই। তবে তার স্মৃতি তো আছে। আর্জেন্টাইন কিংবদন্তির ‘হ্যান্ড অব গডে’র সেই গোলের বলটি নিলামে তোলা হয়েছে। ওই ফুটবলটির দাম ২৪ মিলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ কোটি টাকা। বলটির মালিকানা কার কাছে ছিল, এটাও খানিকটা অবাক করার মতো। তিউনিশয়ান রেফারি আলি বিন নাসের সেদিন বুঝতে পারেননি হাত দিয়ে বল জালে জড়িয়েছেন ম্যারাডোনা। বলের মালিকানা ৩৬ বছর ধরে তারই। লন্ডনের গ্রাহাম বড অ্যাকশনে দুই মিলিয়ন ভিত্তিমূল্যে নিলামে তোলা হয় বলটি। নাসের আশা প্রকাশ করেছেন, বলের নতুন মালিক এটিকে সবার জন্য উন্মুক্ত রাখবেন। তার কাছে মনে হয়েছে, পৃথিবীর সঙ্গে ম্যারাডোনার স্মৃতিকে ভাগাভাগি করার এটাই সেরা সময়।

পূর্ববর্তী নিবন্ধবনফুল ২য় বিভাগ ফুটবল লিগে সাউথ এন্ড ক্লাবের জয়
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর দুই লাল কার্ড, জয়ে ফিরলো কিষোয়ান