ম্যাফ সুজের স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ম্যাফ সুজ লিমিটেড স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করেছে। গত বুধবার নগরের বাহির সিগনাল এলাকায় ম্যাফ সুজ লিমিটেড প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রমের আয়োজন করা হয়। কারখানার পরিচালক অপারেশন্স এন্ড একাউন্টস মোহাম্মদ শাহাদাত উল্লাহ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ডিজিএম-এইচআর, এডমিন এন্ড কমপ্লায়েন্স আতাউর রহমান, ব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ জাকির হোসেন, ব্যবস্থাপক-কমপ্লায়েন্স প্রনব কুমার মিত্র, মেডিকেল অফিসার ডা. সুফিয়ান সিদ্দিকী এবং অন্যান্য কর্মকর্তারা। এতে আরো উপস্থিত ছিলেন সন্ধানীর সাধারণ সম্পাদক তাসনোভা হাসান, সন্ধানীর উপদেষ্টা ডা. ফারজাউল ইসলাম। কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেন সন্ধানী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।
স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে ম্যাফ সুজ লিমিটেডের শ্রমিক, কর্মী এবং কর্মকর্তাগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাকজমকপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পাদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধ২৫ মার্চ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ