ম্যাপ ইন্টারন্যাশনালের মালিকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ব্রাক ব্যাংকের ১৯ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় আমদানিককারক প্রতিষ্ঠান মেসার্স ম্যাপ ইন্টারন্যাশনালের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরা হলেন, মালিক মো. মকছুদুল আলম, জিম্মাদার আব্দুল শুক্কুর ও পারভিন আক্তার। গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে পাওনা আদায়ে আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতের কাছে একটি আবেদন করেন ব্যাংক কর্তৃপক্ষ। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্রাক ব্যাংক চকবাজার শাখা থেকে ১৯ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪৫০ টাকা আত্মসাতের অভিযোগে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ম্যাপ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ২০১৫ সালে একটি অর্থঋণ মামলা হয়। এ মামলায় ২০১৯ সালে ব্যাংকের পক্ষে রায় ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু আসামিরা টাকা পরিশোধ করেননি। এক পর্যায়ে ব্যাংক কতৃপক্ষ ২০১৯ সালের ২২ নভেম্বর টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ভয়ে ছাদ থেকে লাফ মাদক কারবারির মৃত্যু
পরবর্তী নিবন্ধটানা পাঁচ কার্যদিবস দরপতন বিনিয়োগকারীরা হতাশ