নগরের চকবাজার থানার মোহাম্মদ আলী রোড সংলগ্ন শিল্পকলা একাডেমির পশ্চিম পাশে পাহাড় কাটার সময় ১০ জন শ্রমিককে হাতেনাতে আটক করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় জব্দ করা হয় খনন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। ধৃতদের চকবাজার থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ধৃতসহ ১১ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থাপনা নির্মাণের জন্য ম্যানোলা পাহাড় কাটা হচ্ছে। এমন খবর পেয়ে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ম্যানোলা পাহাড়ে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের একটি টিম। এসময় হাতেনাতে শ্রমিকদের আটক করা হয় বলে দৈনিক আজাদীকে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী
পরিচালক আব্দুল্লাহ আল মতিন। তাদের কাছ থেকে পাহাড় কাটায় ব্যবহৃত কোদাল, কুন্তি, টুকরিসহ বিভিন্ন সরাঞ্জাম জব্দ করা হয় বলেও জানান তিনি।
এদিকে এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এতে এক নম্বর আসামি করা হয় কোতোয়ালী থানার ওসমান মঞ্জিলের তমজু মিয়ার ছেলে নুরুল ইসলামকে (৫৬)। বাকি ১০ জনই আটক শ্রমিক। এরা হচ্ছেন শিলন মিয়া (৩২), মো. হাবীবুল ইসলাম (৩৯), মো. সোহেল মিয়া (১৮), আফসার উদ্দিন (১৮), হোসেন আহম্মদ (১৮), সাকিব হোসাইন (১৮), মো. শাকিল আহম্মদ (১৮), জাহাঙ্গীর আলম ১৯), মো. হুজাইফা (২৭) এবং মো. নাইম (১৮)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান মামলা দায়ের হওয়ার বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।