ম্যানুফ্যাকচারিং খাতের সক্ষমতা অর্জনে প্রযুক্তির উৎকর্ষতার বিকল্প নেই

চিটাগাং চেম্বারে গোলটেবিল বৈঠকে বক্তারা

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ও বাংলাদেশ সেন্টার অব এঙিলেন্স (বিসিই)’র যৌথ আয়োজনে ‘ট্রান্সফরমিং দি ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন এরা অব টেকনোলজি’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলকাতাস্থ বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি অর্ণব বসু, পিডব্লিউসির সিনিয়র পার্টনার মামুন রশিদ। চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীরের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের ২০টি সেক্টরের ৩৫ জন উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি বলেন, আমাদের প্রতিযোগী দেশের সাথে টিকে থাকতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতা যেমন বাড়াতে হবে তেমনি গুরুত্ব দিতে হবে দক্ষ মানবসম্পদেও। পাশাপাশি প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে খরচ কমানোর জন্য অভ্যন্তরীণ কাঁচামাল উৎপাদন ও সরবরাহ বাড়াতে হবে। আলোচনায় অংশ নেন চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, প্রাক্তন পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী, বিএসআরএম গ্রুপের হেড অব কর্পোরেট মনির হোসেন, চবি অধ্যাপক ড. আরিফ ইফতেখার, আবু হোসেন, সাজ্জাদ এ খান, রুবায়েত ফয়সাল, কমলেন্দ সিং, মো. সরোয়ার হোসেন, সাঈদুল ইসলাম, আমজাদ হোসেন চৌধুরী, ওয়াশেক জামাল, নাসিমুল আলম, সাজ্জাদ আরেফিন আলম, জুনায়েদ আহমেদ রাহাত, তন্ময় ঘোষ, রায়হান টিটু,মো. সালাউদ্দিন ইউসুফ, ইমরান ফাহিম নূর, সাব্বির আহমেদ, মাহবুবুল কবির খান, তাইমুর রহমান, জেনারেল অঙ্গনা গুহ রায় ও শাহরিয়ার রিমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৌযান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচবি বিএনসিসি ক্যাডেটদের ড্রামসেট ইন্সট্রুমেন্ট সামগ্রী বিতরণ