ম্যাডোনার বিরুদ্ধে মামলা

কনসার্টে দেরি

| রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

কনসার্ট শুরুর একটি নির্দিষ্ট সময় ছিল। সেই সময় মেপে মঞ্চে ওঠেননি যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনা। এমন অভিযোগে ফের মামলায় ফাঁসলেন পপ তারাকা। বিবিসি লিখেছে, মাইকেল ফেলো ও জোনাথন হ্যাডেন নামের ওই দুই ব্যক্তি ব্রুকলিন ফেডারেল আদালতে ম্যাডোনার বিরুদ্ধে মামলার করেছেন। তাদের অভিযোগ, ম্যাডোনার সেলিব্রেশন ট্যুর’র অংশ হিসেবে বার্কলেস সেন্টারে ১৩ ডিসেম্বর আয়োজিত শো’র টিকিট কিনেছিলেন তারা। অনুষ্ঠান শুরুর সময় রাত সাড়ে ৮টা দেওয়া থাকলেও, রাত সাড়ে ১০টা পর্যন্ত মঞ্চে ওঠেননি ৬৫ বছর বয়সী সংগীতশিল্পী। ওই শো দেরিতে শেষ হওয়ায় পরের দিন পরিবারের প্রতি দায়িত্ব পালনে সমস্যা হয় এবং কাজে যেতেও দেরি হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

ফেলো ও হ্যাডেন আরও বলেছেন, কনসার্ট শেষে রাত ১টার পর তারা দুজন যখন বাসায় ফিরতে রওনা হন, তখন কোনো ধরনের গণপরিবহন তো দূরের কথা, রাইড শেয়ারিং অ্যাপেও গাড়ির খোঁজ তারা পাননি। ফলে নানা ভোগান্তি পেরিয়ে যে যার বাড়ি ফিরেছিলেন তারা। তারা আরও বলেন, পপ গায়িকা ম্যাডোনা সমপ্রতি তার কনসার্টগুলোয় ধারাবাহিকভাবে দেরি করে আসছেন। এর আগেও একই অভিযোগে ম্যাডোনার বিরুদ্ধে মামলা করেন ন্যাট হলান্ডার নামের এক ব্যক্তি। তিনি ২০১৯ সালে ফিলমোর মিয়ামি বিচে ম্যাডোনার কনসার্ট দেখতে গিয়েছিলেন। সেদিনও নির্ধারিত সময়ের চাইতে দুই ঘণ্টা দেরিতে শো শুরু করেন ম্যাডোনা। পরদিন কাজে যেতে দেরি হবে মনে করে হলান্ডার শো না দেখেই বাড়ি ফিরে যান।

পূর্ববর্তী নিবন্ধপর্দা উঠলো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের
পরবর্তী নিবন্ধস্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের ১০ম বর্ষপূর্তি কাল