ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলা জজ কোর্টে

চার আসামির জামিন নামঞ্জুর

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালত। এর আগে চলতি মাসের শুরুর দিকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বিচারের জন্য প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ কোর্টে মামলাটি বদলি হয়। একপর্যায়ে সেখান থেকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত হয়েছে। যার কারণে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বদলি হয়ে আমাদের কোর্টে আসে। আমাদের কোর্ট সেটি গ্রহণ করে বিচার নিষ্পত্তির জন্য দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠায়। আমরা আশা করছি, আগামী ধার্য তারিখে চার্জগঠন হয়ে যাবে। এদিকে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চারজন আসামি গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় বিচারক তা নামঞ্জুর করে দেন। তারা হলেন, আমজাদ হোসেন বোক্কা, মিজানুর রহমান রাকিব, মামুন ও আবু জিহাদ সিদ্দিকী। এর মধ্যে আবু জিহাদ সিদ্দীকী গত ১ জুন আত্মসমর্পণের মাধ্যমে কারাগারে যায়।
উল্লেখ্য যে, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগ উত্তর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
পরবর্তী নিবন্ধপুকুরে ভাসছিল প্রিয়সীর নিথর দেহ