ম্যাজিস্ট্রেটের উপর হামলা মামলার এক আসামির জামিন মঞ্জুর

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১২:০২ অপরাহ্ণ

নগরীর জিইসি মোড়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর ওপর হামলা মামলায় আব্দুর রহিম নামের এক আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। একই সাথে মামলার প্রধান আসামি রানা মুর্তুজার জামিন আবেদন নাকচ করা হয়েছে। চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে দুই আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিনপ্রাপ্ত আব্দুর রহিম হলেন মামলার প্রধান আসামি রানা মুর্তুজার গাড়ির ড্রাইভার।
গত ১৪ ফেব্রুয়ারি রাতে জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর উপর হামলার ঘটনাটি ঘটে। ওয়েল ফুডে স্ত্রীকে সাথে নিয়ে কফি খেতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে স্ত্রীসহ বের হয়ে হাঁটছিলেন ম্যাজিস্ট্রেট। তখন পছনে থাকা একটি গাড়ি বার বার হরন দিলে এর প্রতিবাদ করেন ম্যাজিস্ট্রেট। এ সময় রানা মর্তুজা অশালীন কথা বলা শুরু করেন এবং গাড়ি থেকে নেমে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করে বসেন। এ ঘটনায় দণ্ডবিধির ৩২৫ ও ৩০৭ ধারায় একটি মামলা করেন সংশ্লিষ্ট আদালতের নাজির আবুল কালাম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধচবির ডিন নির্বাচন আজ ৮ অনুষদে ২২ প্রার্থী
পরবর্তী নিবন্ধডায়রিয়া থেকে বাঁচতে যা করতে হবে