বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্টের ধারনা ছিল হোবার্টে স্পিনাররা সুবিধা পাবে। কিন্তু দেখা গেল পেসাররাই ছড়ি ঘুরিয়েছে এই উইকেটে। বিশেষ করে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ দুর্দান্ত করেছে। আর তাতেই নেদারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পেরেছে বাংলাদেশ। আর জয়টা এমন এক সময় এসেছে যখন এমন একটি জয় খুব বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের। ম্যাচ সেরার পুরস্কার জিতে তেমনটি বললেন তাসকিন আহমেদ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলার সুযোগ পেলেও তাই খুব বেশি প্রত্যাশা ছিল না টাইগারদের ঘিরে। কিন্তু নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে স্বস্তির শুরু পেল সাকিববাহিনী। এই জয়টা দলের জন্য ‘দরকার’ ছিল বলে জানালেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
দলের এই ঐতিহাসিক জয়ে বল হাতে মূল ভূমিকা পালন করলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ইনিংসের একদম প্রথম বলেই তিনি ফেরান বিক্রমজিৎ সিংকে। তার লেন্থ বলে স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াসির আলি রাব্বি ক্যাচ নিলেণ। এরপরের বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভাস ডি লিট। নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান দেন তাসকিন। শেষ পর্যন্ত মাত্র ৪ ওভারে ২৫ রান খরচে ৪ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, এটা আমাদের জন্য ভালো একটা জয় এবং এটা দরকার ছিল। আমরা দল হিসেবে ভালো খেলেছি। অবদান রাখতে পারায় আমি খুশি। প্রথম ইনিংসে আমি দেখলাম বল মুভ করছে। তাই আমি আমার বেসিক জায়গায় থাকার চেষ্টা করেছি। তাসকিন বলেন আমি বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের পরামর্শে টেস্ট-ম্যাচ লেন্থে বল করেছি। আমি দুইদিকেই বল ঘুরাতে পারি। এটাই আমার মূল ফোকাস ছিল। বিশ্বকাপের আগে আমি এটা নিয়ে কাজ করেছি।