ম্যাচ-সেরায় নিজেকে ছাড়িয়ে মুশফিক সিরিজ-সেরায় সাকিবের পরই তাইজুল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ম্যান অব দা ম্যাচের রেকর্ড আগে থেকেই মুশফিকুর রহিমের। শততম টেস্টে নিজের সেই অর্জন আরও সমৃদ্ধ করলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সবচেয়ে বেশিবার সিরিজ সেরার রেকর্ডটি সাকিব আল হাসানের। তাকে ছোঁয়ার পথে এক ধাপ এগোলেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত রয়ে যান মুশফিক। শততম টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি ও আরেকটিতে ফিফটি ছোঁয়া মাত্র দ্বিতীয় ক্রিকেটার তিনি। এই টেস্টে দুই ইনিংসে চারটি করে উইকেট শিকার করেন তাইজুল। ম্যাচসেরার লড়াইয়ে তিনিও নিশ্চয়ই ছিলেন বিবেচনায়। তবে শেষ পর্যন্ত সেরা হন মুশফিক। টেস্টে এই নিয়ে অষ্টমবার সেরা হলেন তিনি। রেকর্ডটি আগে ছিল সাকিবের। ৭১ টেস্টে ছয়বার সেরা হয়ে থমকে আছে তার টেস্ট ক্যারিয়ার। ৭৫ টেস্টে চারবার সেরা হয়েছেন মুমিনুল হক। এছাড়া তিনবার করে সেরা হয়েছেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল। ম্যাচসেরা না হলেও সিরিজ সেরা স্বীকৃতি পান তাইজুল। সিরিজের দুই টেস্টে তার শিকার ১৩ উইকেট। এই নিয়ে তৃতীয়বার ম্যান অব দা সিরিজ হলেন এই স্পিনার। তিনবার সেরা হয়েছেন মিরাজও। ৫ বার সিরিজসেরা হয়ে বাংলাদেশের রেকর্ড সাকিবের। একবার করে সেরা হয়েছেন জাভেদ ওমর বেলিম, এনামুল হক জুনিয়র, মুমিনুল হক, রবিউল ইসলাম, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ফুটবল টুর্নামেন্টে অনির্বাণ সংঘ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধনারী কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ পেল বাংলাদেশ