পঞ্চাশের আগেই নেই ৪ উইকেট। ভারতকে চোখ রাঙাচ্ছিল হার। কিন্তু সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি যে তখনও উইকেটে। এত সহজে তো হাল ছাড়ার পাত্র নন তিনি! আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে খেললেন অসাধারণ এক ইনিংস। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দলকে জয় এনে দিয়ে গড়লেন দারুণ রেকর্ড।
কোহলি তিন নম্বরে নেমে ৪ ছক্কা ও ৬ চারে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন। এমন পারফরম্যান্সের পর তিনি হন ম্যাচ সেরা। ম্যান অব দি ম্যাচ হয়ে কোহলি নাম লেখান রেকর্ডের দুটি পাতায়।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৪ বার এই স্বীকৃতি জেতা একমাত্র ক্রিকেটার এখন তিনি।
এই ম্যাচের আগে আফগানিস্তানের মোহাম্মদ নবির সঙ্গে যৌথভাবে ছিলেন শীর্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও এখন সবচেয়ে বেশিবার ম্যাচ সেরার পুরস্কার জেতা ক্রিকেটার কোহলি। বৈশ্বিক আসরে ৬ বার এই স্বীকৃতি জিতলেন তিনি।
৫ বার করে এই অর্জন আছে ক্রিস গেইল, মাহেলা জয়াবর্ধনে, শেন ওয়াটসনের।