আহমেদাবাদে গত রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতেছে ভারত। তবে ম্যাচটিতে স্লো ওভার-রেটের কারণে ভারতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ কাটা হচ্ছে। আইসিসি ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেছেন বিরাট কোহলির দলের ওপর। অন-ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী, কে এন অনন্ত পদ্মভান এবং তৃতীয় আম্পায়ার বীরেন্দ্রর শর্মা টিম ইন্ডিয়ার ওপর স্লো-ওভার রেটের অভিযোগ আনেন।
কোহলি এই অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি গ্রহণ করে নিয়েছেন। যার কারণে কোনো আনুষ্ঠানিক শুনানি প্রয়োজন হয়নি। আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.২২ অনুযায়ী খেলোয়াড়রা যদি কমপক্ষে ওভার-রেট অপরাধ করে থাকেন তবে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দেওয়ার শাস্তি পায়।