ম্যাক ইন্টারন্যাশনালের তিন পরিচালকের সাজা

ব্যাংকের ৩২৭ কোটি টাকা আত্মসাৎ মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:১৭ পূর্বাহ্ণ

ব্যাংকের ৩২৭ কোটি ৪১ লাখ ৭৫ হাজার ৮৫১ টাকা আত্মসাতের মামলায় মেসার্স ম্যাক ইন্টারন্যাশনালের তিন পরিচালককে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। তারা হলেন জয়নাল আবেদীন, জামিল আবেদীন ও আলাউদ্দিন। গতকাল বৃহসপতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বাদী ব্যাংক পক্ষ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইলে আদালত সরাসরি ৫ মাসের এ সাজা দেন। আদালত সূত্র জানায়, জনতা ব্যাংক কোতোয়ালী শাখার ৩২৭ কোটি ৪১ লাখ ৭৫ হাজার ৮৫১ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ম্যাক ইন্টারন্যাশনাল ও এর তিন পরিচালকের বিরুদ্ধে গত বছর উক্ত জারি মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকন্টেনারবাহী ট্রেনের ইঞ্জিনে গাঁজা ৪ লোকোমাস্টার বরখাস্ত
পরবর্তী নিবন্ধদুই দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ৩ শিশুর