ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে নিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। অনলাইনে মিথ্যা ও ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে মানহানির অভিযোগে ১০ জন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। ব্রিজিটের লিঙ্গপরিচয়, যৌনতা এবং প্রেসিডেন্ট দম্পতির বয়সের ব্যবধান নিয়ে সামাজিক মাধ্যমে অপমানজনক ও ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আদালতে হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক নির্বাচিত কর্মকর্তা, এক আর্ট গ্যালারির মালিক এবং একজন শিক্ষক। এর আগে গত বছর সাংবাদিক নাতাশা রে এবং ইন্টারনেট ফর্চুন–টেলার আম্যান্ডিন রয়ে একই ধরনের মিথ্যা দাবির কারণে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন, যদিও আপিল আদালত পরবর্তীতে তাদের খালাস দেয়। খবর বাংলানিউজের।












