টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর মৌসুমের প্রথম বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন নগরবাসী। গতকাল সকালে নগরের বিভিন্ন স্থানে এ বৃষ্টি হয়েছে। এদিন বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে।
গতকাল নগরে বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। কমেছে গরম অনুভূতিও। তবে জেলার সন্দ্বীপ উপজেলায় এদিন দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ মিলিমিটার তাপমাত্রা রেকর্ড হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আজাদীকে জানান, আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের দুই–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।