মৌলানা ভেনভেনিয়া শাহ’র ১০০তম বার্ষিক ওরশ সম্পন্ন

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

মৌলানা ভেনভেনিয়া শাহ’র ১০০তম বার্ষিক ওরশ শরীফ গত রোববার হাটহাজারীর ফরহাদাবাদ হিম্মত মুহুরী বাড়ির মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরান, মিলাদ মাহফিল ও কাউয়ালি মাহফিল। এতে উপস্থিত ছিলেন মাজার ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, সাধারণ সম্পাদক হোসাইন মন্‌জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমতিয়ুর রহমান শাহ’র খোশরোজ শরীফ বুধবার
পরবর্তী নিবন্ধগর্জনিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু