মৌলানা ভেনভেনিয়া শাহ’র ১০০তম বার্ষিক ওরশ শরীফ গত রোববার হাটহাজারীর ফরহাদাবাদ হিম্মত মুহুরী বাড়ির মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরান, মিলাদ মাহফিল ও কাউয়ালি মাহফিল। এতে উপস্থিত ছিলেন মাজার ও ওরশ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, সাধারণ সম্পাদক হোসাইন মন্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।