মৌলভী সৈয়দ পরিবারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

মুক্তিযোদ্ধা পরিবারবর্গের প্রতিবাদ সমাবেশ

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:১৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের পরিবারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলসমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ। গতকাল শুক্রবার দুপুরে নগরীর জহুর আহমদ চৌধুরীর বাড়ীর সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ক্ষমতায় থাকি আর ক্ষমতায় বাইরে থাকি আমরা যেকোন অপশক্তিকে মোকাবেলা করে যাবো। বক্তারা আরো বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর যিনি সশস্ত্র প্রতিবাদপ্রতিরোধ করে প্রথম শহীদ হয়েছেন তিনি বাঁশখালীর কৃতী সন্তান এবং চট্টগ্রাম যুবলীগের প্রতিষ্ঠা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ। সেই থেকে আজ পর্যন্ত সৈয়দ পরিবার নানা ধরনের নির্যাতনের শিকার। সর্বশেষ তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে গার্ড অব অনার না দেওয়ায় প্রতিবাদ করলে তার ভ্রাতুষ্পুত্র সাংবাদিক ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হয়ে কঠোর কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠবে চট্টগ্রাম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের মহাসচিব উত্তম কুমার বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম নগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি শফর আলী, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম জেলার পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সৈয়দ আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড়উঠান যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধপতেঙ্গা থানার নতুন ওসি আফতাব হোসেন