‘রাজনীতির কঠিন সময়ে মৌলভী সৈয়দ রাজনীতির দায়িত্ব পালন করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় দেশের মাটিতেই ঝুঁকি নিয়ে তিনি যুদ্ধ পরিচালনা করেন। মৌলভী সৈয়দের নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমরা বিদ্রোহ করি। কর্মীদের যে কোন সমস্যা হলে তিনি দ্রুত এগিয়ে যেতেন। মৌলভী সৈয়দ দেশের জন্য অবদান রেখে গেছেন তা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।’ বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন মিলাদ মাহফিল ও আলোচনা সভা সংগঠনের দলীয় কার্যালয়ে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে এতে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক শাহজাদা মহীউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মনছুর, আইন বিষয়ক সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড. জহীর উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, ছিদ্দিক আহমদ বি.এম, নাছির আহমদ চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, সাইফুল ইসলাম, দিদারুল আলম দিদার, ডা. রুবেল দাশ, রাজু দাশ হিরো, রাশেদুল আরেফিন জিশান, মিজানুর রহমান, মোহাম্মদ আমীর উদ্দিন চৌধুুরী, আবদুল হক, শেখ মহিউদ্দিন, আবদুল ছবুর, আবদুল মালেক খান, ইয়াছিন চৌধুরী জনি, আবু বক্কর জীবন, সুলতান উল ওসমান চৌধুরী, জাহাঙ্গীর রেজা, মোহাম্মদ জয়নাল আবেদীন, জন্নাতুল ফেরদাউস, মাহমুদল হক বাবুল, শামসুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।