মৌলবাদী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত করছে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় চট্টগ্রামে প্রতিবাদ-বিক্ষোভ

| শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের ধর্মান্ধ মৌলবাদী অপশক্তি কিছু মীমাংসিত বিষয়কে বিতর্কিত করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত করছে। এদের ব্যাপারে সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি গতকাল হালিশহর থানা আওয়ামী লীগের উদ্যোগে বড়পুল বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী। হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও রেজাউল করিম কায়সারের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, মো. হোসেন, জহুর আহমেদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ। আরও বক্তব্য রাখেন সাইফুদ্দীন খালেদ বাহার, ড. নিছার উদ্দীন আহম্মেদ মঞ্জু, মো. ইলিয়াছ, দেলোয়ার হোসেন খোকা, আবুল কাসেম প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেল ৪টায় নগরীর এ কে খান মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাহাড়তলী, আকবর শাহ, খুলশী ও হালিশহর থানা কমিটির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরীর সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস ও আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য হাসান মো. আবু হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, মুক্তিযোদ্ধা নূর উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম জতু, মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাহেদ মুরাদ সাকু প্রমুখ।
মহানগর মহিলা শ্রমিকলীগ : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিকলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি সেলিনা খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান। প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম। এতে উপস্থিত ছিলেন নারীনেত্রী মুক্তা জামান, নাছিমা আকবর, জান্নাতুল মাওয়া, সুমি আকতার, রুনা আকতার, সুবর্ণা খান, কলি খন্দকার, তাহমিনা আলম, রিয়া আকতার প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে রুবা আহসান বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে লিপ্ত। তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান সরকারের সাফল্য ম্লান করতে সদা তৎপর। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান : আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বিকেল ৫টায় চেরাগীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত। চট্টগ্রাম জেলা সমন্বয়ক নয়ন কান্তি ধুমের সঞ্চালনায় প্রতিবাদ ও মশাল মিছিলের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা দীপংকর চৌধুরী কাজল, পুলক খাস্তগীর, ইফতেখার আলম জাহেদ, অ্যাড. রনি কুমার দে, কাবেরী আইচ, রুমকি সেন, সাহাদাত নবী খোকা প্রমুখ।
জামাল খান ওয়ার্ড আ. লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্ল্ল্ল্ল্লচুরের প্রতিবাদে ২১ নম্বর জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গত বুধবার বিকাল ৩টায় চেরাগী পাহাড় মোড়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ওয়ার্ড সহ-সভাপতি হাজী মো. সাহাবুদ্দীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. এনামুল হক, মো. জাহাঙ্গীর আলম, পীযুয কান্তি বিশ্বাস, সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মো. সৈয়দুল আলম, মো. জাহাঙ্গীর মোস্তফা, অনিল দাশ, মো. শামসুদ্দীন নুরী, মৃদুল কুমার দাশ প্রমুখ।
পাহাড়তলী ওয়ার্ড আ. লীগ : ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে একটি মিছিল গতকাল বিকাল ৩টায় আমবাগানস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঝাউতলা বটগাছ চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কাসেম। সাধারণ সম্পাদক মো. কায়সার মালিকের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন খুলশী থানা আওয়ামী লীগ নেতা আলী আশরাফ মজুমদার, এস এম শাহ নেওয়াজ রতন, সহ-সভাপতি নাদিরা সুলতানা হেলেন, আকবর হোসেন, এবিএম আকরামুল ইসলাম, সঞ্জয় কুমার, আবদুল হান্নান হীরা, আব্দুস সালাম জায়গীরদার, মো. আবু বক্কর, আবুল হোসেন মাস্টার প্রমুখ।
রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাউজানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। গতকাল বৃহস্পতিবার সকালে রাউজান স্বাধীনতা ম্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু আহম্মদ, হাজী ইউসুফ খান চৌধুরী, মোহাম্মদ রেজাউল করিম, নাজিম উদ্দিন চৌধুরী, শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ হারুন অর রশীদ, সাধন কুমার পালিত প্রমুখ।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবদুল খালেকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় সহ সভাপতি ও পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বক্তব্য রাখেন প্রকৌশলী সুদীপ বসাক, প্রীতম দাশ, প্রকৌশলী জয়দেব বৈদ্য, প্রকৌশলী এস এম সেলিম, প্রকৌশলী তাপস কান্তি দে প্রমুখ।
সড়ক পরিবহন শ্রমিক লীগ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর রেলওয়ে স্কুল সংলগ্ন সড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কালিম শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. রিদোয়ান ফারুক, মহানগর যুবলীগ নেতা মো. আবু সুফিয়ান, মো. আব্দুল হালিম, মো. আব্দুল মোতালেব মুরাদ, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
সীতাকুণ্ড সম্মিলিত সাংস্কৃতিক জোট : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সীতাকুণ্ড সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে সীতাকুণ্ড পৌর সদরে মেঘমল্লার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সুরাইয়া বাকের, তপন মজুমদার, সামী আল মুজতবা শুভ, শিয়াব উদ্দিন, এস এম রিয়াদ জিলান নাছির উদ্দিন অনিক, ইকবাল হোসেন টিপু প্রমুখ।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে কেরানীহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম আসাদ। তোফাজ্জল হোসাইন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এম আজিজ, আবু ছালেহ শান, নাসির উদ্দিন জয়, সোহরব হোসেন চৌধুরী শুভ, লুৎফুর রহমান মাসুম, মোহাম্মদ সালাউদ্দিন, মিনহাজুল হক সিহাব, ইরফান তালুকদার, ইমতিয়ার ফারুক ইমু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমামলা হামলা উপেক্ষা করে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে
পরবর্তী নিবন্ধবিএনপির আস্কারা পেয়েই বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা: কাদের