মৌলবাদী কেউ যাতে নেতৃত্বে না আসেন

মহানগর আ. লীগের ইউনিট সম্মেলনে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

২১নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন ৩নং ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে নগরীর জামালখানস্থ একটি কনভেনশন হলে সম্মেলন উদ্বোধন করেন ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মানস রক্ষিত, নির্বাহী সদস্য প্রকৌশলী বিজয় কিষান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, এনামুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান। প্রধান বক্তা ছিলেন ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া। ৩নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল দেব রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবু ফরহাদ সাবু, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, ইউনিট সহ-সভাপতি বাবু সাধন মূহুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক বাবুল, সাবেক ছাত্রনেতা ফরহাদুল ইসলাম রিন্টু প্রমুখ

সম্মেলনের পর দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের ভোটে জাহাঙ্গীর মোস্তফাকে সভাপতি ও বাবুল দেবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সম্মেলনে অতিথিরা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাস-ঐতিহ্যের দল। এ দলটির হাত ধরেই বাংলাদেশের স্বাধীনতা উন্মোচিত হয়। তাই দলের সদস্যদের দেশপ্রেম, সততা ও রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে। সবচেয়ে বড় কথা এই দলটির বর্তমান নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যার সুযোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে এগিয়ে চলছে। সম্মেলনে খেয়াল রাখতে হবে দলের মধ্যে জামাত-বিএনপি, মৌলবাদ, জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কেউ যাতে নেতৃত্বে না আসেন। নইলে এই অপশক্তির সদস্যরা কলে-কৌশলে অন্তর্ভুক্ত হয়ে দলের মধ্যে দ্বিধা-বিভাজন সৃষ্টি করবে। দলকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করবে। এদিকে গতকাল ২নং জালালাবাদ ওয়ার্ডের গ ইউনিটের বায়েজিদ বোস্তামীস্থ একপি হোটেলের হলে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, সংগঠন এমন একটি শক্তি যাকে পরিশুদ্ধ করতে না পারলে জাতীয় অস্তিত্ব বিপন্ন হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। দুঃখের বিষয় আমাদের ভিতরই স্বাধীনতা বিরোধী শক্তি অনুপ্রবেশ করেছে। এদের চিহ্নিত করে তারা যেন কোনভাবেই যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে এ ব্যাপারে স্থানীয় নেতৃত্বকে সচেতন থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই স্বর্ণের দোকানে জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে