মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ

| মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গতকাল ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিষদ, চবি শাখার উদ্যোগে চবি বঙ্গবন্ধু চত্বরে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ চবি শাখার সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা। এতে বঙ্গবন্ধু পরিষদ, চবি শাখার সকল স্তরের নেতৃবৃন্দ, চবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, সেই জাতির পিতার ভাস্কর্য ভাঙার ধৃষ্টতাপূর্ণ আচরণ যারা করছে তারা দেশ-জাতির শত্রু। বক্তাগণ এই প্রতিক্রিয়াশীল মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।
বঙ্গবন্ধু পরিষদ, চবি শাখার সাধারণ সম্পাদক মশিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুর উল আলম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট রেজাউল করিম, বঙ্গবন্ধু পরিষদ, চবি শাখার সহ-সভাপতি এ কে এম মাহফুজুল হক খোকন, চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোসাইন নোমানী, কর্মচারী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাচ্চু, বঙ্গবন্ধু পরিষদের সদস্য হাবিবুল বাশার, আবদুল্লাহ আল আসাদ, সুমন মামুন, মিজানুর রহমান। বঙ্গবন্ধু পরিষদ, চবি শাখার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্রলীগ চবি শাখার সভাপতি রেজাউল হক রুবেল।
চন্দনাইশ যুবলীগ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চন্দনাইশ যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ গত রবিবার অনুষ্ঠিত হয়। উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় উপজেলা যুবলীগের আহবায়ক মো. তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এএসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কঙবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল উদ্দীন চৌধুরী, জমির উদ্দীন চৌধুরী, আজিজুর রহমান আরজু, ইয়াছিন আরাফাত চৌধুরী, সাইফুল ইসলাম শিপন, ফোরক আহমদ, আনছারুল হক, মফিজুল আলম, মফিজুর রহমান মুন্না, আরাফাতুর রহমান রাশেদ, আবদুর রহমান, সোহেল হোসেন মন্টু, মোহাম্মদ হোসেন মাহমুদ, বদিউল আলম মেম্বার, কাজী খোরশেদ মেম্বার, রবিউল হোসেন, জিল্লুর রহমান চৌধুরী, মো. ইসমাইল, লোকমান হাকিম, সাইফুদ্দিন খালেদ, আবু সায়েদ, মেজবাহ উদ্দীন খান ভুট্টো, সরওয়ার উদ্দীন, সালমান মাসুদ, সেলিম উদ্দীন চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আ.স.ম. মাহাবুবুল আলম রিপু, আকতারুজ্জামান রবিউল, জাহেদুল ইসলাম চৌধুরী, দেবু দাশ, রিদুয়ান মো. কফিল, সাইফুল ইসলাম বাবু, প্রিতম বিশ্বাস, আবদুল নুর তুষার, মিজানুর রহমান হিরু, সম্রাট চৌধুরী, আবছার মিয়া, মো. আরিফ, মো. মুছা, আবু সায়েদ, মো. জসিম উদ্দীন, রেজাউল করিম, মো. ইসমাইল, নুরুল আলম, আলমগীর খান, কাজী রুমি প্রমুখ। বক্তারা ভাস্কর্য ভাংচুরে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
মীরসরাই ছাত্রলীগ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মীরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন মাসুদ করিম রানা, একরামুল হক সোহেল, আজাদ রুবেল, আরিফুর রহমান, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, রিফাত হোসেন সাদ্দাম, নাজমুল হোসেন মুন্না, দুই পৌরসভা, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদক সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে চরম ধৃষ্টটা দেখিয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দিবে।
সাতকানিয়ায় ছাত্রলীগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেরানীহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আবু ছালেহ শান, জসিম উদ্দিন, আব্দুল গফুর শিকদার, রাশেদুল ইসলাম ইমন, ইমতিয়াজ হোসেন জাবেদ, এনামুল হক, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ সুলতান, রিয়াজ উদ্দিন, নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ এহসান, মোঃ ফয়সাল উদ্দিন, মোহাম্মদ কায়সার, রাকিব উদ্দিন ও আজিজুল হক প্রমুখ। সমাবেশে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।
১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে চসিক নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত কাউন্সিল প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর আহ্বানে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইয়াকুব মজুমদার, মহানগর যুবলীগ নেতা মো. কায়সার, যুবলীগ নেতা রুহুল আমীন,আরিফ নুর, নজরুল ইসালাম, মো: কামাল, মনির হোসেন, কোরবান আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধআকবরশাহ এলাকার মীম হত্যা মামলার রায় ঘোষণা আজ