মৌরিতানিয়ার উপকূলে সমুদ্রে ৮৯ অভিবাসীর মৃত্যু

| শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:৪৫ পূর্বাহ্ণ

মৌরিতানিয়া উপকূলে এই সপ্তাহের শুরুতে ইউরোপগামী নৌকা ডুবে প্রায় ৯০ জন অভিবাসী মারা গেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এবং একজন স্থানীয় কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেছেন। আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছেন। খবর বাসসের।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মৌরিতানিয়ার উপকূলরক্ষীরা দেশটির দক্ষিণপশ্চিম শহর এনডিয়াগো থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের উপকূলে ১ জুলাই সোমবার ডুবে যাওয়া একটি বড় মাছ ধরার নৌকায় থাকা ৮৯ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

পূর্ববর্তী নিবন্ধইরানে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ
পরবর্তী নিবন্ধইসরায়েল গাজা জিম্মি আলোচনার জন্য মোসাদ প্রধানকে কাতারে পাঠিয়েছে