বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবীশ আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনাক্রমে বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবীশ আইনজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মো. খোরশেদ আলম আকিবের সভাপতিত্বে এবং মোহাম্মদ শাহাদাত হোসাইনের সঞ্চালনায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পি পি এডভোকেট মো. মেজবাহ উদ্দিন, এডভোকেট অশোক কুমার দাশ, এডভোকেট রিগ্যান আচার্য্য, এডভোকেট মুহাম্মদ বরকত উল্লাহ খান, এড. দেওয়ান নজরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষানবীশ আইনজীবী মো জাহেদুল ইসলাম, উপেল পাল, সুদিপ নাথ, জয়দাশ গুপ্ত, আজম আলী মো. জুয়েল, আবদুর রাজ্জাক, শিমুল বড়ুয়া, মো. রিদুয়ান, মো. আলমগীর হোসেন, মো. আসরাফ, মো.আসসাফুর রহমান, আয়েশা বিবি, মোক্তার নাহার, কাজী নিশাদ সহ প্রমুখ। বক্তারা বলেন, বার কাউন্সিলের অবহেলার কারণে প্রায় ৩ বছরে ১টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। করোনাকালে আরও ৯ মাস সময় আমাদের জীবন থেকে ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। এই সময়ে যদি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে পূর্বের নজিরে বলা যায় পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন এবং ফলাফল প্রকাশ ইত্যাদিতে আমাদের জীবন থেকে প্রায় একটি বছর হারানোর সম্ভাবনা রয়েছে। বক্তারা আমাদের অপূরনীয় ক্ষতির প্রতিকার হিসেবে লিখিত পরীক্ষা মওকুফ করে অবিলম্বে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












