নগরীর বাংলাবাজার আলহাজ আবদুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির গতকাল ১৬ অক্টোবর বেলা ৩.০৫ টায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গত রাত বাদ এশা আগ্রাবাদ ডেবার পূর্বপাড়ে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজ সন্দ্বীপে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে। ব্যক্তি জীবনে তিনি স্বেচ্ছাসেবী সংস্থা মমতা সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাথেও জড়িত ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, মমতা’র প্রধান নির্বাহী লায়ন রফিক আহমদসহ সংগঠনগুলোর নেতৃবৃন্দও শোক প্রকাশ করেন। পৃথক বিবৃতিতে তারা শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে মরহুম হুমায়ুন কবীরের অনবদ্য অবদান ও অংশগ্রহণমূলক কার্যক্রম শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।