নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া নিবাসী মুক্তিযোদ্ধা মো. শাহ আলম (৬৯) গতকাল সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদে জোহর আকবর শাহ থানাধীন শহীদ লেইনস্থ তিন রাস্তার মোড়ে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পাঞ্জাবী লেইন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
এদিকে মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আকবর শাহ থানা কমান্ডার মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ ও ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












