চট্টগ্রামের সাবেক ক্রিকেটার মো. শাহাবুদ্দিন (৫৯) গতকাল শনিবার পাহাড়তলীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম ক্রিকেট লিগে এলিট পেইন্ট ক্লাব ও ফ্রেন্ডস ক্লাবের পাশাপাশি ঢাকা লিগেও রেলওয়ে ক্লাবের হয়ে খেলেছেন অলরাউন্ডার শাহাবুদ্দিন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর এক বিবৃতিতে ক্রিকেটার শাহাবুদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











