চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন আ.লীগ নেতা মো. মহিউদ্দিন চৌধুরী (৫১) গত মঙ্গলবার দুপুরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। একইদিন রাত ১০টায় স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মহিউদ্দিন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন চৌধুরীর পুত্র। তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, হাশিমপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. খোরশেদ বিন ইসহাক গভীর শোক প্রকাশ করেন।