মো. নুরুল পাশা বাবুল

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

মনছুরাবাদ আবুল হাকিম মিয়া বাড়ি নিবাসী সাবেক ফুটবলার ও আগ্রাবাদ কমরেড ক্লাবের সাধারণ সম্পাদক মো.নুরুল পাশা বাবুল (৬৪) গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি রাজেউন)। তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল বাদ মাগরিব মনছুরাবাদ খাঁন সাহেব আবদুল হামিদ মিয়া মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন মাদার বাড়ি মুক্তকন্ঠ ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মো. আরিফ আহমেদ, সাধারণ সম্পাদক মো. আসিফ আহমেদ, মাদারবাড়ি উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজয়নাব বেগম
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ছৈয়দুল আলম