চন্দনাইশ উপজেলার বরমা-বরকল এলাকার প্রবীন হকার ও পত্রিকা এজেন্ট মো. নুরুল আমিন (৬২) গত মঙ্গলবার রাত ৮টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
গতকাল বুধবার সকাল ৯টায় স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে লিভার ও ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদসহ স্থানীয় সাংবাদিক ও হকারবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।