মো.দিদারুল আলম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহ সভাপতি মো.দিদারুল আলম (৬৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থানার সদর এলাকার নিজ বাসায় গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহেরাজিউন)। তিনি ১ ছেলে ২মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে ১১ টায় রাঙ্গুনিয়া মডেল থানা সংলগ্ন চত্বরে প্রথম নামাজে জানাজা ও বাদ জোহর নিজ বাড়ি দক্ষিণ পোমরা কাজী পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জামায়াতে ইসলামী উপজেলা শাখা,গোচরা ব্যবসায়ীবৃন্দ, থানা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতি, থানা সদর উত্তর আবাসিক উন্নয়ন কমিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভূজপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধমোহাম্মদ আবুল কালাম