মো. তোফায়েল ইসলাম চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার

| মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে চট্টগ্রামে একজন এবং সিলেট ও খুলনায় দুইজন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মো. তোফায়েল ইসলামকে চট্টগ্রামের বিভাগের কমিশনার করা হয়েছে। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে আনা হয়েছে। খবর বাংলানিউজের।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে সিলেট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. হেলাল হোসেনকে খুলনা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাদে বদ্ধ পানি, ৫ ভবন মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধকলেজ শিক্ষার্থীকে ধর্ষণ, ভিডিও সামাজিক মাধ্যমে