আনোয়ারা উপজেলা তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও হাজী আ. মসজিদ আলী মাঝির জামে মসজিদের হিসাবরক্ষক মো. জহুরুল হক (৫০) গত রোববার দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)। তিনি ৫ মেয়ে, ২ বোন, ২ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল রাতে স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। শেষে জামে মসজিদের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি ও এবি ব্যাংকের উপপরিচালক সরওয়ার আজাদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।প্রেস বিজ্ঞপ্তি।











