মো. এয়াকুব ছিলেন দলের প্রতি নিবেদিত প্রাণ

মৃত্যুবার্ষিকীতে আবদুচ ছালামের শ্রদ্ধাঞ্জলি

| সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. এয়াকুবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। কবর জিয়ারত শেষে সমবেদতদের উদ্দেশ্যে আবদুচ ছালাম বলেন, একজন পরিচ্ছন্ন ও ত্যাগী পরার্থপর সাবেক জনপ্রতিনিধি হিসেবে প্রয়াত মো. ইয়াকুব সমাজে যে ভাবমূর্তি তৈরি করে গেছেন তা অমলিন থাকবে। প্রয়াত এয়াকুব একজন সুদক্ষ সংগঠক হিসেবে চট্টগ্রামের স্বৈরাচারবিরোধী গণ আন্দোলনসহ দুঃশাসন বিরোধী প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন অগ্রসেনানী। তাঁর মতো একজন নেতার মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তির অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুর রহিম, লোকমান খান, সোহেল মাহম্মদ, ওয়ার্ড যুবলীগ সবাপতি দেলোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক এম.এ. আজিজ, শাকিল মাহমুদ, মফিকুল ইসলাম দিলু, জাহেদুল আলম, জাহেদুল ইসলাম, মু. মুছা, সৈদয় সামসুল ইসলমা, মু. নাছির, সোবাহান সুজন, মো. ইসমাইল, মু. রিফাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী ভূমিকায় ছিলেন ড. মাহমুদ হাসান
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারাবাহিকতায় পটিয়া হবে মিনি সিঙ্গাপুর