মো. আলী ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক

মৃত্যুবার্ষিকীর সভায় ডা. শাহাদাত

| রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে দুপুরে গরীবুল্লাহ শাহ (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মরহুম মোহাম্মদ আলী ছিলেন ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক। তিনি দলের একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। ছাত্রদলের রাজনীতি দিয়ে তিনি পথচলা শুরু করেছিলেন। একজন আদর্শবাদী মানুষ হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি তার স্বল্প পরিসরের জীবনকালকে দলের কল্যাণে অকাতরে ব্যয় করে গেছে। দলের সব সংকটকালে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রামে বিএনপি ও ছাত্রদলকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তার ভূমিকা ছিল অপরিসিম। বর্তমান স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতে মোহাম্মদ আলীর মতো নির্ভীক নেতার বড় বেশী প্রয়োজন ছিল। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে। তিনি মরহুম মোহাম্মদ আলীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মরহুম মোহাম্মদ আলী একজন কর্মীবান্ধব দক্ষ সংগঠক ছিলেন। দলের দুঃসময়ে তিনি ছাত্রদল ও বিএনপিকে সুসংগঠিত করেছেন। আন্দোলন সংগ্রামে তিনি যে ভূমিকা রেখেছেন তা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, হারুন জামান, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, মোশাররফ হোসেন দিপ্তী, মো. শাহেদ, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, জাহেদ হোসেন খান জোসি, নুর নবী মোহরম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসলিমুল হক খাঁন মিল্কী ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ
পরবর্তী নিবন্ধচাকসুর সাবেক জিএস গোলাম জিলানীর স্মরণসভা