আঞ্জুমানে রাহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সদস্য, পূর্ব জোয়ারা তৈয়ব্যিয়া তাহেরীয়া মসজিদের প্রতিষ্ঠাতা, চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা গ্রামের মো. আবুল কাশেম সওদাগর (৮৩) গতকাল শনিবার সকালে বার্ধক্য জনিত কারণে নগরীর বাসভবনে ইন্ত্তেকাল করেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদে যোহর নগরীর জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা, বাদে আসর নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকা জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা, বাদে এশা চন্দনাইশ পূর্ব জোয়ারা তৈয়ব্যিয়া তাহেরীয়া জামে মসজিদ মাঠে তৃতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মহসিন, মহাসচিব আনোয়ার হোসেন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ–কমিটির সদস্য মামুন চৌধুরী, কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাহজাদ ইবনে দিদার, দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি কমরুদ্দীন ছবুর, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার প্রমুখ শোক প্রকাশ করেন।