বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বাসিন্দা, প্রবীণ শিক্ষক মাওলানা মো. আবুল কাশেম সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। তিনি ৩ ছেলে, ৩ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি উপজেলার সরল ইউনিয়নের মিনজিরিতলা ইসলামী হাকিমিয়া দাখিল মাদরাসার ইবতেদায়ী প্রধান ছিলেন। সেখানে দীর্ঘ শিক্ষকতা শেষে ২০২১ সালে অবসরগ্রহণ করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি শীলকূপের মনকিচর পেলে হাজীর পাড়া জামে মসজিদে খতিবের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ইউনিয়ন ওয়ার্ডের সভাপতিও ছিলেন তিনি।
আজ শনিবার সকাল ১১টায় শীলকূপস্থ মধ্যম মনকিচর স্থানীয় নেয়ামত আলী সিকদার জামে মসজিদের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।